রাতাবাড়ি বিধানসভা সমষ্টির নাম দুর্লভছড়া করার দাবি জিডিপিসিএফর, নির্বাচন কমিশনে স্মারকপত্র

Spread the love

দুল্লভছড়া : বাতাবারি বিধানসভা সমষ্টির নাম দুর্লভছড়া করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে আজ স্মারকপত্র পেশ করল ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চl

স্মারকপত্রের বয়ান অনুসারে শতাধিক কাল থেকে দুর্লভছড়া ডাক যোগাযোগ নেটওয়ার্কে অবস্থিত,  শতাধিক বছর থেকে রেলস্টেশনও রয়েছে, সিংলা নদী দুর্লভছড়ার বুকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে l

জেলা সদর করিমগঞ্জের সঙ্গে দুর্লভছড়া সড়ক এবং রেলপথে যুক্ত, পার্শ্ববর্তী জেলা সদর হাইলাকান্দিও দুর্লভছড়ার সঙ্গে বিকল্প পথে সংযুক্ত l

নদীপথেও দুর্লভছড়া আশেপাশের বেশ কয়েকটি জায়গার সঙ্গে যুক্ত, বেশ কয়েকটি সরকারি অফিসও রয়েছেl

শতাধিক বছর থেকে দুল্লভছড়াএকটি বৃহৎ ব্যবসার স্থান, বেশ কয়েকটি বৃহৎ চা-বাগানও এলাকায় বিদ্যমান l

তাছাড়া দুর্লভছড়া একটা কসমোপলিটান জায়গা- বিভিন্ন জাতি, ভাষিক ও জনগোষ্ঠীর লোক এখানে বসবাস করছেন l

কাজেই সমষ্টি পুনর্বিবিন্যাসের সময় সমষ্টির নাম দুল্লভছড়া হলে সময়োপযোগী হবে স্মারকপত্র জিডিপিসিএফ উল্লেখ করেছে l

মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে লেখা টুইট ও ইমেইল করে পাঠানো স্মারকপত্রে স্বাক্ষর করেন সংস্থার সভাপতি অংশুমান পাল, কার্যকরী-সভাপতি হেমচন্দ্র চ্যাটার্জি ও সম্পাদক সত্যজিৎ সিংহl

স্মারকপত্রের প্রতিলিপি নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের মহা-নির্দেশক ও মুখ্যসচিবকে ও পাঠানো হয় l

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token