বড়খলা প্রতিনিধি : বড়খলা বিধানসভা সমষ্টির বড়খলা জিপির কাশিপুর গ্রামীন সড়কের নিকটবর্তী খেতের জমিতে খালি মদের বোতল ও জলের বোতলের তাণ্ডবে অতিষ্ট কৃষকরা।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে দাড়িয়ে কৃষক তপন দাস ক্ষোভ উগরে বলেন এমনিতেই কৃষিকাজ করে জীবন অতিবাহিত করছেন।
গত বছর জাঠিঙ্গা নদীর করুন বন্যায় ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে, এক কাচিঁ ধানও ঘরে তুলতে পারেননি।
এরমধ্যে মাতালরা যদি মদ এবং প্লাসটিকের জলের খালি বোতল পেলে তাহলে জমীর মালিক ও কৃষক উভয়কেই পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।
তার কথায় এটাই স্পষ্ট যে কাশিপুরের গ্রামীণ এই সড়কটি সন্ধ্যার পর মাতালরা দখল করে নেয়।
মাতালদের জন্য এই সড়কটি একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কৃষক তপন দাস এই বিষয়টির দিকে লক্ষ রাখার জন্য বিভাগীয় আধিকারিক ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।