শালচাপড়া : চেংগুয়ার পার ৪০৮ নং এলপি স্কুলের বেহাল রাস্তার জন্য শালচাপড়া জিপির দ্বিতীয় খন্ডের জনগণ চরম দুর্দশায় ভোগছেন।
দীর্ঘদিন ধরে শালচাপরা খন্ড উন্নয়ন আধিকারিক সহ কাছাড় জেলা শাসককেও স্মারকলিপির মাধ্যমে জানিয়ে সমাধান দাবি করলে আজ পর্যন্ত কোন গুরত্বই দেওয়া হয়নি।
অন্যদিকে জিপির ১২৫ নং আঙ্গনওয়াড়ি সেন্টারের চরম দুর্দশায় রয়েছে।
এসব সমস্যার সমাধানে আইসিডিএস আধিকারিক এবং খন্ড উন্নয়ন আধিকারিককে চাপ সৃষ্টি করে আসছিলেন সমাজসেবী শংকর শীল।
অবশেষে তার চাপের কাছে মঙ্গলবার শালচাপরা খণ্ড উন্নয়ন আধিকারিক গৌরব বড়ঠাকুর ও এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার চন্দন কলিতা পায়ে হেঁটে ক্ষেত্র পরিদর্শন করেন।
খন্ড উন্নয়ন আধিকারিক আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই রাস্তা সহ আঙ্গনবাড়ী সেন্টারের বেহাল অবস্থাকে সরকারি প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে উন্নত মানের করে দেওয়া হবে।
এদিন উপস্থিত ছিলেন এলপি স্কুলের প্রধান শিক্ষক আলিমুল হক লস্কর, প্রাক্তন প্রদান শিক্ষক বিদু ভূষণ নাথ, বিবেক নাথ, মনজু রাণি নাথ, রীতি নাথ, সুদীপ নাথ, পূর্ণিমা নাথ, রত্না রানী শীল সহ অন্যান্যরা।