সুপ্রিয় পাল, দুল্লভছড়া : করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধান সভার অন্তর্গত দুল্লভছড়া সাব পোষ্ট অফিস কার্য্যলয়ের ভগ্ন দশায় গ্রাহক সহ কর্মীদের যে কোন সময় বিপদ ডেকে আনতে পারে।
মাথার উপর ভেঙ্গে পড়তে পারে অফিস ঘরের ছাঁদ।
এদিকে বিস্তর্ণ এলাকা নিয়ে দুল্লভছড়া সাব পোষ্ট অফিস, যার অধীনে বাস্কালটিলা, চামটিলা, ছনটিলা, বড় বাজার, ভেটারবন্দ ও সিংলাছড়াও।
প্রতিদিন এসব এলাকার মানুষজন এসে জড়ো হন দুল্লভছড়ার এই শাখা পোষ্ট অফিসে। কিন্তু এখানে রয়েছেন মাত্র দুই জন স্থায়ী কর্মী।
অথচ প্রতিদিন সকালে অফিস খোলার পর থেকেই লেনদেন সহ নুতন গ্রাহকের সংযোগে প্রচণ্ড ভিড় হয়।
অনেক অভিবাবকেরা কন্যা সন্তানদের জীবন সুরক্ষায় সরকারি স্কীম সুকন্যা সুবিধা গ্রহনে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে গ্রাহক সংখ্যা।
তবে সুত্রে জানা গেছে যে কাজের চাঁপ সমাল দিতে অন্য একটি ব্রাঞ্চ পোষ্ট অফিস থেকে এক জন কর্মীকে আনা হয়েছে।
এপ্রতিবেদক পোষ্ট অফিসে গিয়ে দেখতে পান গ্রাহকদের বসার মত কোন জায়গা নেই, দাড়িয়েই কাজ সারতে হচ্ছে।
কিন্তু যে জায়গায় গ্রাহকরা দাড়িয়ে তাদের কাজ করবেন এই স্থানের উপরের ছাঁদ ভগ্ন দশায় রয়েছে, যে কোন সময় ভেঙ্গে গ্রাহকদের মাথায় পড়তে পারে।
একই অবস্থা কর্মীরা যেখানে বসে কাজ করছেন সেই স্থানটিরও। তাছাড়া ভগ্ন দশায় রয়েছে কার্য্যলয়ের জানালা ও শৌচাগার।
এই ভগ্নদশার কারনে যে কোন সময় বড়ধরনের চুরির ঘটনা সংঘটিত হওয়ার আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেই কার্যালয়ের এমন ভগ্ন দশায় জনসম্পদ রক্ষায় সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে।
প্রশ্ন উঠছে রাতাবাড়ির করিৎকর্মা বিধায়ক এবং সাংসদের ভুমিকা নিয়েও। গ্রাহকরা বিভাগীয় আধিকারিকদের দুল্লভছড়ার এই পোষ্ট অফিসের ভগ্ন দশা করার আবেদন জানিয়েছেন।