বড়খলায় বিজেপির ঘরঘর জনসম্পর্ক অভিযান, পুস্তিকা, ষ্টিকার বিতরণ

Spread the love

নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রী দেখতে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

অনিমেষ চক্রবর্ত্তী, বড়খোলা : প্রধানমন্ত্রী মোদির নয় বছর পূর্তী উপলক্ষে বরাক উপত্যকায় চলছে বিজেপির ঘর ঘর মহা জনসম্পর্ক অভিযান। 

আজ বড়খলা জিপির বড়খলা বাজারেও বিজেপি এই অভিযান চালায়।

প্রবীন বিজেপি কর্মী বেনুভূষণ রায়, যাদবেন্দ্রনারায়ণ দেবলস্ক, শিখা দাস, বড়খলা জিপির প্রাক্তন জিপি সভাপতি গৌরাঙ্গঁ দাস, বিজেপি কর্মী কল্যাণ দে, বস্ত্র ব্যবসাহি গৌতম লুনায়াৎ এই অভিযানে অংশ নেন।

ছেছড়ী জিপির প্রাক্তন জেলা পরিষদ সরলমোহণ দেব, বীরেশ বর্মন, প্রাক্তন সেনাকর্মী লুৎফুর লস্কর, ব্যবসাহী জাকির লস্কর, মামন লস্কর প্রমূখকে জনস্পর্ক অভিযানের মাধ্যমে মোদী সরকারের ৯ বছর কার্যকাল নিয়ে মুদ্রিত একটি পুস্তক ও একটি ষ্টিকার দেওয়া হয়।

কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে মোদী সরকারের ৯ বছর পূর্তী উপলক্ষে মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশের বিষয় নিয়ে আন্তরিক বার্তা দেন অমলেন্দু দাস।

 তিনি আগামীতেও আবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদে বসাতে সঙ্গঁবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 এদিন বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ বিজেপির ৯ বছরের পূর্ণতা ও ১০ বছরে পা  দেওয়া প্রধানমন্ত্রী মোদির কার্যকালে দেশের জনগণের জন্য করা জনকল্যাণ মূখী প্রকল্পের আলোচনা করেন।

 উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক রাজ্যিক প্রভারী তথা এসটিসির চেয়ারপার্সন মিশনরঞ্জণ দাস। এছাড়াও বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি বড়খলার বিশ্বজিৎ দাস, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, জিপি সভাপতি কংকণ চক্রবর্ত্তী, কল্লোলজিৎ চক্রবর্ত্তী, অজিৎ দাস, গৌতম ধরচৌধুরী, পিনাক দাস, ব্রজমনি সিংহ প্রমূখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token