সুপ্রিয় পাল, দুল্লভছড়া ২ ডিসেম্বর : রাতবাড়ি বিধান সভা করিমগঞ্জ জেলারই অঙ্গ, অথচ জেলার বিরোধী দলের রাজনীতিক নেতারা রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ স্থাপনে চরম বিরোধীতা করছেন।
কিন্তু এই বিরোধিতা মেনে নিতে পারছেন না রাতাবাড়ীর বিরোধী দলের কর্মীরা, তারা ১ ডিসেম্বর নিভিয়া নাচ ঘরে সংবর্ধনা সভায় নিজ এলাকার উন্নয়নের স্বার্থে “সবকা সাথ সবকা বিকাশকারী” দলকেই সর্মথন করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
রাতাবাড়ীর উওন্নয়নে বিধায়কের নিরলশ প্রচেষ্টার জন্য বিধায়ক মালাকার সমষ্টি বাসীর অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও ভূয়সী প্রংশসা করেন বিরোধী দলের কর্মী সমর্থকরা।
নিভিয়া নাচ ঘরে সংবর্ধনা সভায় বিভিন্ন সংঘটন, সমাজসেবী ও দলীয় কর্মীদের পক্ষ থেকে রাতাবাড়িতে ঐতিহাসিক যুগের সুচনা করায় বিধায়ককে ফুলের তোড়া, উওরীয়, বীর শহীদের প্রতিকৃতি দিয়ে সন্মান জানান।
বিধায়ক নিজের বক্তব্যে বিরোধী দলগুলোকে আক্রমণ করে বলেন রাতাবাড়ি সমষ্টির উন্নয়নে কোন আপস নয়, এতদিন বিরোধী দলগুলো আমজনতাকে সোনার রাতাবাড়ি গড়ার স্বপ্ন দেখিয়ে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছিল।
কিন্ত বাস্তবে কতটুকু উন্নয়ন হয়েছে তা জনগনের নখদর্পণে আছে।
বতর্মান সরকার ১ নং বিধান সভা সমষ্টিকে সোনার রাতাবাড়ি গড়ার স্বপ্ন সাকার করেছে বলে রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া মেডিকেলের ভূমি পূজনের দিন মূখ্যমন্ত্রীকে সন্মান জানাতে উক্ত দিনে সকলের উপস্থিতি কামনা করেন। নিভিয়া থেকে ফেরার পথে ফানাইরবন্দে মা দূর্গা মহিলা সমিতি ও দুল্লভছড়া বাসষ্টন্ডে বিধায়কে সংবর্ধনা প্রদান করা হয়।