হাইলাকান্দি, প্রতিনিধি : সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর
হাইলাকান্দি সমষ্টির উন্নয়নের চিন্তা না করে শুধু মাত্র নিজের ব্যক্তীগত স্বার্থের জন্য ঠিকাদারীতে ব্যস্ত বিধায়ক জাকির।
শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক বড়ভূইয়া।
তিনি অভিযোগ করে বলেন, হাইলাকান্দি সমষ্টির প্রতিটি জিপির এমজিএনরেগা প্রকল্পের কাজে নিজের মনোনীত মানুষ দিয়ে যৎসামান্য কাজ করে অর্থ আত্মসাৎ করছেন বিধায়ক জাকির হোসেন লস্কর।
তাছাড়া বিধায়ক জাকির অমৃত সরোবর প্রকল্পের আওতায় ফিসারীর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে গুরুতর অভিযোগ করেন বীর লাচিত সেনার নুরুল।
বিগত দিনের উন্নয়নের খতিয়ান মিডিয়ার সম্মুখে এসে তুলে ধরতে বিধায়ক জাকির হোসেন লস্করকে আহ্বান জানান বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক বড়ভূইয়া।
তিনি আরও বলেন, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর নিজের ক্যাডারের মাধ্যমে বীর লাচিত সেনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে অসমীয়া বাঙ্গালীর মধ্যে বিবেদ সৃষ্টি করতে চাইছেন।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বীর লাচিত সেনার জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লস্কর, মনাছড়া-নিশ্চিন্তপুর আঞ্চলিকের সম্পাদক জসীম উদ্দিন বড়ভূইয়া।