দীপিকা মল্লিক, লক্ষ্মীপুর : ফুলেরতল সরগম সংস্থার ব্যবস্থাপনায় রবিবার সংস্থার কার্যালয়ে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য সভায় লক্ষীপুর অঞ্চলের কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্হিত সবাই।
সভার উদ্দ্যশ্য ব্যাখ্যা করেন সরগম সংস্থার সাহিত্য বিভাগের সম্পাদিকা নেহা পাল।
উক্ত সভায় যারা স্বরচিত ছড়া, কবিতা ও গল্প পাঠ করেছেন তাদের মধ্যে রয়েছেন পয়লাপুল নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষীকা বাসনা দাস, ফুলেরতল নর্থ ইস্ট একাডেমীর শিক্ষিকা ঝর্না রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মলিনা দে পুরকায়স্থ, গৌতম রুদ্র পাল, নেহা পাল, সুমিতা দাস, রাজদীপ দাস, রবীন্দ্র বসু, সিয়ারাম যাদব, পুলক দাস, বিপ্লব পাল সহ অন্যান্যরা।
সভায় সাহিত্য সভার আয়োজন ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন সরগম সংস্থার মুখ্য উপদেষ্টা বিধান মালাকার, শিক্ষক পঙ্কজ দাস, অর্পনা পাল, শর্মীষ্ঠা মালাকার, রাজ দেব ও সংঘমিত্রা পাল।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপিকা হাজাম, বাসনা দাস, গৌতম রুদ্র পাল এবং নেওয়া পাল। গানে তবলায় সঙ্গ দেন রাজ দেব ও দেবজিত হাজাম, নৃত্য পরিবেশন করেন শর্মীষ্ঠা মালাকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলক দাস। সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।