শম্ভু দাস, শিলাপাথর : রুপকোয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালের মৃত্যু বাৰ্ষিকী উপলক্ষে রাজ্য এই দিবস পালন করেছে ধেমাজির জেলা সাহিত্য সভাও এই দিবসকে আজ শিল্পী দিবস হিসাবে উদযাপন করেছে।
ধেমাজির জেলা সাহিত্য সভার উদ্যোগে এবং ডিমৌ শাখা সাহিত্য সভার সৌজন্যে শিল্পী দিবস উদযাপন করা হয়।
এদিন সকালে পতাকা উত্তোলন করার পর রূপকার জ্যোতিপ্ৰসাদ আগরওয়াল-এর প্ৰতিচ্ছবিতে মাল্যাৰ্পণ করা হয়৷
এরপর অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক কুইজ প্ৰতিযোগিতা, বিভিন্ন খেলাধুলার প্ৰতিযোগিতা এবং ছাত্ৰছাত্ৰীদের মধ্যে জ্যোতি সংগীত প্ৰতিযোগিতা।
শিল্পী দিবিস উপলক্ষয়ে ড০ গজেন মিপুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা।
এই সভার উদ্বোধন করেন ধেমাজি জেলা সাহিত্য সভার সভাপতি বিনোদ কুমার গগৈ৷
তিনি অসমীয়া ভাষা সংস্কৃতির প্রতি জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালের অনবদ্য অবদানের কথা তুলে ধরেন৷
গগৈ জ্যোতিপ্ৰসাদের আদৰ্শকে নিয়ে নবপ্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জনান। এদিন নবগঠিত ডিমৌ শাখা সাহিত্য সভার আজীবন সদস্যদের মানপত্ৰও প্ৰদান করা হয়৷