শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ নগরে শুরু হল দশ দিবসীয় গ্রীষ্মকালীন কর্মশালা।
এই আয়োজনে সামগ্রিকভাবে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকে দায়িত্ব দেওয়া হয়। শনিবার রামকৃষ্ণ নগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের।
এই দশ দিবসিয় গ্রীষ্ম কালীন কর্মশালায় লুপ্তপায়, লোক নৃত্য এবং লোকগানের প্রশিক্ষণ পরম্পরাগত নৃত্য, কবিতা আবৃত্তি এবং বিতর্ক। টানা দশ দিন ভরা এই অনুষ্ঠান চলবে বিদ্যাপীঠ বিদ্যালয়ে।
চলতি মাসের পনেরো তারিক থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে রামকৃষ্ণ নগর গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠান।
রামকৃষ্ণ নগরে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চক্র আধিকারিক সতীশ প্রসাদ গুপ্তা।
প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন চক্র আধিকারিক সহ উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা। প্রথম দিনের অনুষ্ঠানের শুভঃরম্ভ হয় বিভিজ সংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।
এরপর উপস্থিত ব্যাক্তিবর্গরা গ্রীষ্মকালীন কর্মশালা সম্মন্ধে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন সকলের কাছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও রছিমকিম, রামকৃষ্ণ নগর বিদ্যাপীঠের অধ্যক্ষ,শরদিন্দু নাথ মজুমদার, সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্গ দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বতুষ সেন, বিকাশ রঞ্জন সিনহা, বরাক উপত্যকা বঙ্গসাহিত্যের কৃষ্ণ চৌধুরী, সঞ্জীব দাস, রামকুমার ঘোষ, কানু দত্ত।
সমরজিৎ বিশ্বাস, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, বিজয় সিংহ দাস, শীতলেন্দু নাথ, প্রশিক্ষণ হিসেবে থাকছেন মিতালী পাল, লোকগানের ফোক সঙ্গে অনামিকা মল্লিক, সহযোগিতায়, পুনম চন্দ্র, মধুমিতা নাথ, চৈতালি বিশ্বাস, সুস্মিতা চৌধুরী, আশীষ নাথ, প্রমুখ।