শিলচর : কেন্দ্রীয় কমিটির গাইডলাইনে অনুসারে কাছাড় জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে ১৬ জুলাই (রবিবার) শিলচরের পেনসনার্শ ভবনে জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসামের এক সভা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের উপস্থিতে অনুষ্ঠিত এই সভায় সভা পতিত্ব করেন সাংবাদিক সুজিত কুমার চন্দ।
এদিন জেলার অনেক নবাগত সাংবাদিকরাও সভায় উপস্থিত হন।
সভায় সংগঠনের সংবিধান পড়ে শোনানো হয়। এরপর বিভিন্ন বক্তা সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনেকে কাছাড় জেলায় সাংবাদিকদের হেনস্থার বিষয় বার বার উল্লেখ করেন।
তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে সাংবাদিকতার পেশায় নাম লিখিয়েছেন তাদের নিরাপত্তা বলতে কিছুই নেই, নিজেদের নিরাপত্তা নিজেরাই তৈরি করতে সংঘবদ্ধ হওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।
এরপর সুজিত কুমার চন্দকে সভাপতি নির্বাচিত করে জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসামের কাছাড় জেলা কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য পদাধিকারিরা হলেন- কার্যকরী সভাপতি বিজিত দাস, উপসভাপতি শিবির আহমেদ বরভুঁইয়া, সাধারণ সম্পাদক রাজু দাস, সম্পাদক চন্দ্র শেখর গোয়ালা, সাংগঠনিক সম্পাদক হিবজুর রহমান বড়ভুইয়া, প্রচার সম্পাদক রাজু দে সহ বেশ কিছু কার্যকরী সদস্য নির্বাচিত একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
কাছাড় জেলার নবগঠিত কমিটির উদ্দেশ্যে জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিদীপ চৌধুরী শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পাঠান। জাফা সব সময় বরাক উপত্যকার সাংবাদিকদের পাশে থাকবে বলে জানান। জাফার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রাইও নবগঠিত কাছাড় জেলা কমিটিকে শুভেচ্ছে জানান।