ধুবড়ি : ধুবড়িতে ভয়ঙ্কর ভাবে এইচআইভি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় জনগণের অভিযোগ যে রাজ্যে মাদকের ব্যবহার ও পাচার বেড়ে যাওয়ার ফলেই এইচআইভি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জেলায় সম্প্রতি এইচআইভি রোগীর সংখ্যা বৃদ্ধির প্রকোপ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে স্বাস্থ্য বিভাগও।
কারণ এখন পর্যন্ত জেলায় ১,২০০ জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে। তাদের মধ্যে সাতজন শিশু, ২৭ জন নারী ও ৭১ জন চিকিৎসাকর্মী।
উল্লেখ্য যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই রোগের বিস্তার সহ রোগ সম্পর্কে তথ্যের অনেকগুলি সূত্র রয়েছে।
কিছুদিন পূর্বে রাজ্যে তিনসুকিয়া জেলায় তরুণ-তরুণীর এইচআইভিতে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
রাজ্যে রোগ ছড়ানোর অনেক কারণ রয়েছে, এরমধ্যে ড্রাগসের অবাধ প্রচলনও রোগ ছড়ানোর একটি কারণ বলে মত প্রকাশ করেছে ধুবড়ির বিস্তার স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।