লক্ষীপুর প্রতিনিধি : শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে এবং লক্ষীপুর যুব সংস্থার ব্যবস্থাপনায় রবিবার লক্ষীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস এবং অতিথি হিসেবে কমিশনার গুঞ্জন কর, লক্ষীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সৌম্যজিৎ চক্রবর্তী, মর্নিং ক্লাবের সভাপতি রাজ কুমার পাল।
চিকিৎসা বিভাগের পক্ষে মেডিক্যাল বিভাগের চেয়ারম্যান পার্থ সারথি রায়, ডাঃ ওয়াই কিশোর সিংহ, ডাঃ সুব্রত নন্দী, ডাঃ আসাদুল আহমেদ, ডাঃ জামিল আহমেদ বড়ভুইয়া।
এছাড়াও ছিলেন তমাল দত্ত, বাবুল হোড়, সুজন দত্ত, দীপক ব্রম্ম, দেবব্রত পাল, প্রদীপ দাস, বিষনুপদ পাল, বিকাশ দাস, জয়ন্ত কিশোর দাস এবং লক্ষীপুর যুব সংস্থার সাধারণ সম্পাদক নবেন্দু রায় সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথা লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন।
শিবিরের উদ্দোশ্য ব্যাখ্যা করেন শিলচর মর্নিং ক্লাবের সভাপতি রাজ কুমার পাল।
সভায় বক্তব্য রাখেন পৌরপতি মৃনাল কান্তি দাস এবং লক্ষীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কমিশনার গুঞ্জন কর।
শিবিরে মোট ২৫২ জন পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে তাদের প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়।
রোগীদের পরীক্ষা করেন ডাঃ সুব্রত নন্দী ,ডাঃ আসাদুল আহমেদ এবং ডাঃ জামিল আহমেদ বড়ভুইয়া।
শিলচর মর্নিং ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর জেলার বিভিন্ন স্থানে দুটি করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে বলে জানিয়েছেন শিলচর মর্নিং ক্লাবের মেডিকেল বিভাগের চেয়ারম্যান পার্থ সারথি রায়।