রাজ‍্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা হবে হাইলাকান্দিতে, গঠন হল অভ‍্যর্থনা কমিটি

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : আগামী বছরের জুলাই মাসে হাইলাকান্দিতে অসম রাজ‍্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দিতে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত, তিন দিন ব্যাপী ।

এনিয়ে শনিবার হাইলাকান্দি শহরের দয়াময়ী পাঠশালায় অসম রাজ‍্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সম্মিলনীর দ্বিবার্ষিক এই সভা সফল করতে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি জিবিতেশ দাসের পৌরহিত‍্যে অনুষ্ঠিত এক সভায় অনুষ্ঠিত করা হয়।   

এদিন ২৯ সদস্য বিশীষ্ট এক অভ‍্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

অভ‍্যর্থনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন জিবীতেশ দাশ, উপসভাপতি হয়েছেন বিজন দে, জহির উদ্দিন বড়ভূইয়া, মণীশ পাল ,তৈয়বুর রহমান লস্কর।

মূখ্য সম্পাদক মনোনীত হয়েছেন সৈদ আহমদ লস্কর, সম্পাদক পদে মনোনীত হয়েছেন শ‍্যামসুন্দর দে, আব্দুল মুকিত চৌধুরী, হোসেন আহমদ লস্কর ও বাবুল রঞ্জন।

কোষাধ্যক্ষ মনোনীত হন উত্তম তরফদার, কার্যালয় সম্পাদক পদে রয়েছেন জাকির হোসেন চৌধুরী।

সহকারী কার্যালয় সম্পাদক মনোনীত হয়েছেন সালেহ আহমদ বড়ভূইয়া, সুভাষ দাশ, অনিমেষ ভট্টাচার্য্য, দিপবিজয় দাশ ও বাহারুল ইসলাম চৌধুরী।

তাছাড়া সদস্য হিসেবে রয়েছেন আবুল হোসেন লস্কর, আনোয়ার হোসেন লস্কর, বিশ্বজিৎ সিংহ, সুজিত কুমার দাশ, সামসু দুহা লস্কর, যত্নাবতী রিয়াং, সম্পা দে, নজমুল হোসেন চৌধুরী, মৃদুলা নাথ, সিবাজী চ‍্যাটার্জী ও গৌতম চাদ।

সভা শেষে অসম রাজ‍্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে প্রধান সম্পাদক রাতুল চন্দ্র সাংবাদিকদের বলেন, আসাম রাজ্যিক শিক্ষক সম্মিলনী গত মে মাসের ২ তারিখ থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন কার্যসূচি চালিয়ে আসছে।

তাদের এই আন্দোলন শিক্ষকদের বেতন বৃদ্ধির কোন আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে আসমের প্রাথমিক বিদ্যালয় সমূহের  দীর্ঘদিনের অভাব পূরণের আন্দোলন।

রাজ্যের প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষাকের পদ সৃষ্টি নিয়ে আন্দোলন চলছে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নেতৃত্বে পূরনো পেনশন নীতি বহাল রাখা, ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত করার দাবিতে ভারত যাত্রা কার্যসূচি পরিচালিত হবে।

তাই সকল শিক্ষক -শিক্ষিকা সহ সংগঠনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি। এই কার্যসূচির মাধ্যমে এন পি এস বাতিল ও ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত করার জন্য কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসম রাজ‍্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token