সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৩ জুলাই : করিমগঞ্জ জেলার দুল্লভছড়া পূর্ব কৃষ্ণনগর গ্রামের সরস্বতী চতুষ্প৷টীতে গত ১৩ জুলাই থেকে শুরু হওয়া দশ দিবসিয় সংস্কৃত প্রশিক্ষণ শিবির রবিবার সম্পন্ন হয় ৷
স্কুলের সভাপতি নরত্তম মিশ্রের পৌরহিত্য অনুষ্টিত সভায় স্বাগত ভাষন প্রদান করেন স্কুলের প্রধান অধ্যক্ষ গোপাল চ্যাটার্জী।
এরপর সরস্বতীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন এবং ছাত্রদের বানী বন্দনায় সঙ্গিত পরিবেশন ও বিশিষ্ট অতিথিদের গামছা দিয়ে বরন করা হয়।
বিদ্যালয় অধ্যক্ষ গোপাল চ্যাটার্জী বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের সংস্কৃত ভাষার উপর গুরুত্ব দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বতর্মান পাঠ্যক্রম গুলিতে রয়েছে জ্ঞানের ভান্ডার।
তথাপি ও সংস্কৃত বিদ্যালয়গুলোতে ছাত্রদের অভাবের কারনে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন এই বিভাগের শিক্ষকতার পদ থেকে একের পর এক শিক্ষককে অবসর নিতে হবে, কিন্ত সেই শূন্য স্থান পুরনের জন্য থাকবে শিক্ষকের অভাব।
তাই অভিবাবকদের চতুস্পাটীর স্কুল গুলিতে সন্তানদের ভর্তির জন্য অনুরোধ রাখেন যাতে আদি ভাষার বিলুপ্ত না ঘটে।
তাছাড়া তিনি বেদের চারটি দিক নিয়ে বিশদ ভাবে আলোকপাত করেন।
উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের মত ব্যক্ত করতে গিয়ে বলেন যে বতর্মান অভিবাবকেরা ইংরাজী মাধ্যমের উপর আকৃষ্ট হয়ে পড়েছেন।
কিন্ত প্রকৃত পক্ষে জ্ঞানের ভান্ডার রয়েছে সংস্কৃত ভাষায়, যার কোন অন্ত নেই এবং সনাতন ধর্মাবলম্বীদের জীবনের আদি থেকে অন্তই হচ্ছে সেই ভাষা।
তাই ছাত্ররা সহ অভিবাবকদের এগিয়ে আসার অনুরোধ জানান বক্তারা।
এদিন শান্তি মন্ত্রের উচ্চারনের মাধ্যমে অনুষ্টানের সম্পতি ঘোষনা করা হয়।
উপস্থিত ছিলেন সিভিপি হাইয়ার সেকেন্ডারী স্কুলের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ব্রজগোগাল সিংহ, প্রাক্তন শিক্ষক বিষ্ণুপদ রাজবংশী, শিক্ষক সুব্রত পাল ও গিরিজা প্রসাদ বিন, শরদিন্দু চক্রবর্তী, বজেন্দ্র সিনহা, কমলা কান্ত সিনহা, দরগারবন্দ জিপির সভাপতি হেমচন্দ্র চ্যাটার্জী,স্কুল শিক্ষক সমর সিনহা সহ অন্যানরা।