গুয়াহাটি, ৪ ডিসেম্বর : অসম প্রদেশ কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে দলের সঙ্গে জোটের বিষয়ে এআইইউডিএফ-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
একইসঙ্গে, বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ-এর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করারও গুরুতর অভিযোগ এনেছেন কংগ্রেস নেতৃত্ব।
এপিসিসির কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার শনিবার এ প্রসঙ্গে বলেছেন, আর কখনও কংগ্রেস এআইইউডিএফের সঙ্গে জোট করবে না।
শনিবার শিকদার বলেন, ২০২১-এ বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ-এর সঙ্গে আমাদের জোট হয়েছিল এবং আমরা যৌথভাবে লড়াই করেছি। কিন্তু আমাদের কোনো লাভ হয়নি।
এজন্যই ২০২৪ সালের লোকসভা নির্বাচন বা আগামী অন্য কোনো নির্বাচনেই এআইইউডিএফের সঙ্গে কংগ্রেস জোটে যাবে না, বলেছেন সিকদার।
তিনি স্পষ্ট করে দেন, এই সিদ্ধান্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটির। ইতিমধ্যে দলীয় হাইকমান্ডকে এপিসিসির এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, বলেন তিনি। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আরও যোগ করেন, যারা পেছন থেকে আক্রমণ করে তাদের সাথে বন্ধুত্ব করা যায় না।