জুলি দাস
করিমগঞ্জ, ২৩ জুলাই : শহরের মধ্যবর্তী এলাকায় এসে দাপট দেখালো চোরের দল।
দেওয়াল টপকে ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করলে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যাওয়ায় এ যাত্রায় সফল হতে পারেনি তারা।
তবে পালিয়ে যাওয়ার আগে গৃহকর্তির ব্যাগ নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শহরের সুভাষনগর রোড এলাকায়। পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনার পর পুলিশ ছুটে এসেছে তবে এখন পর্যন্ত কাউকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। এ নিয়ে করিমগঞ্জ সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন গৃহকর্তা সুমন ধর।
তার আশঙ্কা, এরা চোর নয়, ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল ৬ জনের দল।
শুক্রবার গভীর রাতে যখন সবাই ঘুমে, তখন ছয় জনের এক দল সুভাষনগরে পূর্ত সড়কের পাশে থাকা বিশিষ্ট ঠিকাদার সুমন ধরের বাসভবনে প্রবেশ করে।
তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল, কয়েকজনের হাতে অস্ত্র ছিল। দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করার পর গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।
তখন বিষয়টি টের পেয়ে যান বাড়ির সদস্যরা, চিৎকার শুরু করেন এবং ফোনে আশপাশের লোকদের বিষয়টি জানান।
সবার চিৎকারে পালিয়ে যায় দলটি। তখন এক জোড়া চপ্পল ফেলে যায় তারা।
তবে যাওয়ার আগে সুমন ধরের স্ত্রীর ব্যাগ নিয়ে যায় তারা, ওই ব্যাগে ১০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। দলের পিছু তাড়া করে প্রায় ২০০ মিটার দৌড়ালেও তারা পালিয়ে যায়।
এদিকে, ছয়জনের দুষ্কৃতী দলের আগমনের পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
সেই দৃশ্য সিডি-বন্দি করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে একটি এজাহার জমা দিয়েছেন গৃহকর্তা সুমন ধর।
পুলিশ তদন্তে নেমেছে। শহরের প্রাণকেন্দ্র এলাকায় এরকমের ঘটনায় আতঙ্কে ভুগছেন জনগণ।
রাতে পুলিশের টহল আরো বাড়াতে দাবি জানিয়েছেন আতঙ্কিত জনগণ।
উল্লেখ্য, কয়েক মাস আগে সুভাষনগরে আরেকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল, তখন ছুটে গিয়েছিলেন পুলিশ সুপার পর্যন্ত। এরপর প্রায় পাশাপাশি এলাকায় এরকমের ঘটনায় আতঙ্কে ভুগছেন এলাকার জনগণ।