শিলং, ২৬ জুলাই : তুরায় গত ২৪ জুলাই মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপর হামলার চেষ্টার নিন্দা করেছে এনপিপি মহিলা শাখা।
বুধবার এক সংবাদ সম্মেলনে এনপিপি মহিলা শাখার বিভিন্ন নেত্রী বলেন, সহিংসতা মানুষের অভিযোগের সমাধান নয়।
ইস্ট খাসি হিলসের মহিলা উইংয়ের কার্যনির্বাহী সভাপতি দামেলারি রিনতাতিয়াং বলেছেন যে সহিংসতা এবং অন্যদের ক্ষতি করা সমস্যা সমাধানের উত্তর নয়।
তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ নিয়ে আলোচনা করতে তুরাতে গিয়েছিলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্য উপায়ে সমস্যার সমাধান বের করার জন্য সমাজের সকল অংশের কাছে আবেদন জানান।