করিমগঞ্জ প্রতিনিধি : আসামের করিমগঞ্জ জেলার দুই যুবককে ২৬ জুলাই ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বাংলাদেশি দুর্বৃত্তরা লাঞ্ছিত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে।
ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের মেডলি চা বাগান এলাকায়।
ভুক্তভোগীরা জানান, ওই দুই যুবকের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বাংলাদেশ থেকে আসা দুর্বৃত্তরা।
অভিযোগে বলা হয়েছে, করিমগঞ্জের পাথরকান্দির চম্পাবাড়ি এলাকার দুই যুবক সন্তোষ সাওতাল ও বিধান সাওতাল এদিন সকালে মাজারে যাচ্ছিলেন।
এ সময় একদল বাংলাদেশি গরু চোরকে চারটি গরু নিয়ে যেতে দেখেন।
সাহায্যের জন্য চিৎকার করলে চোরের দল গরু ফেলে রেখে দুই যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ওই দুই যুবককে হাসপাতালে পাঠানো হয়। এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ স্থানীয়রা প্রশ্ন তুলছেন কিভাবে একটি দুষ্কৃতী দল ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল? তারা এর সঠিক তদন্তের দাবি করছে।
ঘটনাস্থল থেকে বিএসএফ ক্যাম্প মাত্র আধা কিলোমিটার দূরে রয়েছে বলেও জানান ক্ষুব্ধ স্থানীয় জনগণ। তবে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পাথরকান্দি থানার পুলিশ।