শিলচর, ২৭ জুলাই : সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন দশদিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান বুধবার সাতটি বিধানসভা সমষ্টির ১৪ টি স্কুলে অনুষ্ঠিত হয়।
শিলচর নেতাজি বিদ্যা ভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী।
তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে কাছাড় জেলার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সাথে তাদের মানসিক, বৌদ্ধিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক বিকাশের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সমগ্র বিশ্বের দরবারে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন ঠিক তেমন ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র ভারতের পাঁচটি বৃহৎ রাজ্যের মত আসাম রাজ্যকেও উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করছেন।
তিনি বলেন যে প্রতিটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যাতে করে রাজ্যের মানুষ প্রতিটি ক্ষেত্রে সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে পারে।
প্রধানমন্ত্রী মোদিজী ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী ও রাজ্যের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করেছেন বলে তিনি ভূয়সী প্রশংসা করেনl
বিধায়ক চক্রবর্তী দুটি স্কুলেই কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে সংসাপত্র বিতরণ করেন এবং তাদের সাংস্কৃতিক কার্যসূচী পর্যবেক্ষণ করেনl
প্রথমে নেতাজি বিদ্যা ভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ধামাইল নৃত্যের প্রশিক্ষিকা বীণাপাণি নাথ, বীণাছন্দম মহাবিদ্যালয় এর চেয়ারপারসন দেবতোষ নাথ, শিক্ষিকা সেঁজুতি শ্যাম, সন্ধ্যা আচার্য, পরিচালনা কমিটির লিপিকা রায়, বুদ্ধদেব চৌধুরী এবং মাখনচন্দ্র পাল প্রমুখ অংশ নেন এবং বক্তব্য রাখেনl
অনুরূপভাবে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের সমাপনী অনুষ্ঠানে আবৃত্তির প্রশিক্ষক অমিত শিকদার, বিপ্লব গোস্বামী, অধ্যক্ষ রতন পাল, বিশিষ্ট শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী এবং সুদর্শন ধর, সহ জেলা প্রশাসনের পক্ষে বিদ্যাশ্রী লাংথাসা প্রমূখ অংশ নেন এবং বক্তব্য রাখেন l
এদিকে কাটিগড়া সমষ্টির অন্তর্গত সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল এবং কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে অনুরূপ সমাপনী অনুষ্ঠানে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অংশ নেন এবং বক্তব্য রাখেনl
দুটি অনুষ্ঠানেই বিধায়ক মজুমদার কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীদেরকে সংসাপত্র বিতরণ করেনl এছাড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান সন্তোষ কুমার দে সহ অধ্যক্ষ এবং জেলা পরিষদ সদস্য ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেনl