শিলচর, ২৮ জুলাই : জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ফর আসাম (জাফা)-র কেন্দ্রীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির দু’দিন ব্যাপী সভা আগামী ৭ ও ৮ আগস্ট কামরূপ মহানগরের সোনাপুর ডিসাং রিসোর্টে অনুষ্ঠিত হবে।
কাৰ্য্যসূচীর মধ্যে রয়েছে ৭ আগস্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় প্রতিনিধি পঞ্জিয়ন, বিকাল ৪ টায় কাৰ্য্যনিৰ্বাহকদের প্রথম সভা এবং সন্ধ্যা ৬ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া রাত সাড়ে নয়টায় আহার গ্রহন।
পরের দিন ৮ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় জাফার পতাকা উত্তোলন করা হবে, উদ্বোধক জাফার কেন্দ্রীয় সভাপতি অভিদ্বিপ চৌধুরী।
সকাল সাড়ে দশটায় স্মৃতি তর্পণ করা হবে। স্মৃতি তর্পণ করবেন জাফার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়।
সকাল ১১ টায় শুরু হবে জাফার কেন্দ্ৰীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির দ্বিতীয়টি সভা এবং দুপুর ১ ঘটিকায় আহার গ্রহন।
এদিন দুপুর দু’টায় অনুষ্ঠিত হবে স্থানীয় দল সংগঠনের প্ৰতিনিধি তথা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ সভা।
বিকাল ৪ ঘটিকায় দু’দিন ব্যাপী চলা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
জাফার কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটিগুলোকে জানানো হয়েছে যে, দু’দিন ব্যাপী কেন্দ্রীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির সভায় প্রতিটি জেলা থেকে দুই থেকে তিন জন প্রতিনিধি যোগ দিতে পারবেন।
যে সকল প্রতিনিধিরা কেন্দ্রীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির সভায় যোগ দেবেন এই সব প্রতিনিধিদের নাম ৩০ জুলাইর মধ্যে কেন্দ্রীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির সম্পাদকের কাছে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে জাফার কাছাড় জেলার সভাপতি সুজিত কুমার চন্দ জেলার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে সাংবাদিকরা কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখিন হচ্ছেন সে সম্পর্কে এবং জেলার সাংবাদিকদের দাবীগুলো সম্পর্কে বিস্তারিত জানালে তিনি গুয়াহাটিতে অনুষ্ঠিত জাফার কেন্দ্রীয় কাৰ্য্যনিৰ্বাহক কমিটির সভায় তুলে ধরবেন।