রতন টাটাকে ইস্টবেঙ্গল ক্লাবের ‘ভারত গৌরব’ সম্মাননা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রদীপ দত্তরায়

Spread the love

শিলচর, ২৯ জুলাই : কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর জাতীয় স্তরের কৃতী কোন ক্রীড়া ব্যাক্তিত্বকে ‘ভারত গৌরব ‘ সম্মাননা দেওয়া হয়।

তবে এবার কিছুটা প্রথা ভেঙে সেই সম্মান বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী রতন টাটাকে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বরাক থেকে নির্বাচিত ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপ দত্তরায়।

প্রদীপ বাবু বলেন যে সমাজের সর্বস্তরে রতন টাটার অবদান রয়েছে, তার উদ্যোগে তৈরি টাটা ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের মুখোজ্জ্বল করে চলেছেন।

মূলত খেলার জগতে তাঁর এই অসামান্য অবদানের জন্যই তাঁকে ক্লাবের পক্ষ থেকে এবারের এই সম্মাননা দেবার প্রস্তাবনা দেওয়া হয়, দত্তরায় তাঁদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন।

দত্তরায় আরো বলেন যে সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে টাটা গোষ্ঠী তাঁদের লাভের প্রায় ৬৫ শতাংশ ব্যায় করেন। এটি মূলত রতন টাটার মতো ব্যাক্তিত্বের জন্যই সম্ভব হয়েছে।

তিনি বলেন দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের অন্যতম গন্তব্যস্থল টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান, যেখানে কাজ করে তাঁরা আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান আদায় করছেন।

তাই এমন একজন ব্যাক্তিত্বকে সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই সম্মানিত হবেন এরজন্যি তিনি স্বাগত সিদ্ধান্ত।

একই সাথে রতন টাটাকে আগামীতে ‘ভারত রত্ন’ সম্মাননা প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।

উল্লেখ্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আকসা যে দীর্ঘ ছাত্র আন্দোলন করেছিল, এই পদক্ষেপটি  পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং জনগন পূর্ণ সমর্থন করেছিলেন। কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবও ১৯৮৪ সালে স্বীকৃতি স্বরূপ আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে ক্লাবের আজীবন সদস্যপদ দিয়েছিল।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token