উদ্বোধনী ম্যাচে বাজিমাত করলো কিসান স্পোর্টস ক্লাব
শ্যামল আচার্য্য, রামকৃষ্ণ : সকাল থেকেই রামকৃষ্ণনগর এলাকায় ফুটবল প্রেমীদের মনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল কেননা এই প্রথমবারের মতো রামকৃষ্ণনগরে শুরু হতে চলছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা।
দুপুর বেলা প্রখর রৌদ্রকে উপেক্ষা করে এলাকার ফুটবলপ্রেমীরা রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ খেলার মাঠে ধীরে ধীরে সমাগম হতে থাকেন।
গৌতম সরকার স্মৃতি আন্ত বরাক আমন্ত্রণ মূলক মহিলা ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে প্রীতিলতা ফুটবল ক্লাবকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে কিসান স্পোর্টস ক্লাব।
ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় অনামিকা সিনহার গোলে এগিয়ে যায় কিসান স্পোর্টস ক্লাব, ১৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান মারিয়া হালান, ফল ২-০।
ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল কিসান স্পোর্টস ক্লাব। ২২ মিনিটের মাথায় কিসান স্পোর্টস ক্লাবের অধিনায়ক প্রিয়া বিন দলকে আবার এগিয়ে দেন।
ফল দাড়ায় ৩-০। প্রথমার্ধের পুরো সময় প্রীতিলতা ক্লাব একবারও বিপক্ষে গোল পোস্টে আক্রমণ করতে পারেনি।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় লিনা বর্মন দলকে এগিয়ে দেন ৪-০। ম্যাচের অন্তিম গোলটি করেন কিসান স্পোর্টস ক্লাবের সুস্মিতা কন্ডু ৩৮ মিনিটের মাথায়।
প্রীতিলতা ক্লাবের দুই একজন খেলোয়াড় ম্যাচের পুরো সময় বিপক্ষের দলের সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।
আসলে প্রীতিলতা ক্লাবের মহিলা দলটি একদম নতুনভাবে মাঠে নেমেছে। তাই আজকের ম্যাচে তেমন খুব একটা সুবিধা করতে পারেনি।
অন্যদিকে কিসান স্পোর্টস ক্লাব আজকের ম্যাচে ভাল ফুটবল উপহার দিয়েছে মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীদের।
প্রীতিলতা ক্লাবের রক্ষণভাগ খুব দুর্বল ছিল আজকের ম্যাচে।
রবিবারের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন বিলাল আহমেদ, ইমরান হোসেন, সুমিত রায় ও ফজু রহমান।
আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিসান স্পোর্টস ক্লাবের অধিনায়ক প্রিয়া বিন। তার হাতে ট্রফি সহ নগদ পুরস্কার তুলে দেন রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবল সেক্রেটারি অসীম দেব।
এ উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রয়াত প্রাক্তন কোচ গৌতম সরকারের সহধর্মিনী রিতু সরকার, প্রাক্তন শিক্ষিকা প্রতিমা দাস, শিক্ষিকা কাবেরী বরদলৈ, শাশ্বতী চৌধুরী, শিক্ষিকা শিলা কর, মধুমিতা দাস, ওয়ার্ড কমিশনার অতসী ভট্টাচার্য, বর্ণালী দত্ত প্রমুখও।
এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার সচিব সৈকত দত্ত চৌধুরী, ফুটবল সেক্রেটারি কানু রায়, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশ্বতোষ সেন, বাবুল পাল, সংস্থার যুগ্ম সচিব কাজল দাস, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন খেলোয়াড় দীপঙ্কর শীল, প্রাক্তন শিক্ষক বিজয় সিংহ দাস, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, শিক্ষক সমরজিৎ বিশ্বাস ও অন্যান্য সদস্যরা।
জাতীয় সংগীতের মাধ্যমে আজকের উদ্বোধনী ম্যাচ শুরু হয়। আজ কালাইন স্পোর্টস ক্লাবকে খেলবে হাইলাকান্দি জেলা ফুটসেল এসোসিয়েশনের বিরুদ্ধে।