রুবেল বৈষ্ণব, গণআওয়াজ কালাইন : বড়ছড়া বনাম চ্যালেঞ্জারের মধ্যে অনুষ্ঠিত হয় কোয়াটার ফাইনালের প্রথম খেলা।
দুই দলের খেলোয়াড়দের উত্তেজনার মধ্যে নির্দিষ্ট সময়ের খেলা ২-২ গোলে সমাপ্ত হয়।
খেলা শুরু হওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মেঘালয়ের বড়ছড়া দল পর পর দুটি গোল করে এগিয়ে থাকে।
কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে মেঘালয়ের বড়ছড়া দলের জয়ের আশা চূর্ণ করে দেয় কালাইন চ্যালেঞ্জার।
বড়ছড়ার বিরুদ্ধে দুটি গোল করে খেলায় সমতা আনতে সক্ষম হয় কালাইন চ্যালেঞ্জার।
এরপর আক্রমণ এবং প্রতিরোধে খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। কিন্তু নির্দিষ্ট সময়ের কোন দলই আর গোল করতে পারনি।
শেষ পর্যন্ত খেলা পরিচালন কমিটিকে ট্রাইবেকারের সিদ্ধান্ত নিতে হয়। এতে কালাইন চ্যালেঞ্জরকে ৩-০ গোলে পরাজিত করে জয়ী হয় বড়ছড়া ফুটবল।
আজকের খেলা পরিচালনা করেন ফাঘু গুসাই, আব্দুল আহাদ এবং তাজ উদ্দীন। আগামী কাল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ হবে মেঘালয়ের পাট্টারকুনা বনাম মেঘালয়ের ব্রাদার্স ইউনাইটেড উমকীয়াং-এর মধ্যে।