মোস্তাফা এ মজুমদার, হাইলা : কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি সারা বিশ্বে শোক দিবস হিসেবে পালিত হয়।
হাইলাকান্দিতেও শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র মহররম বা আশুরা পালিত হয়েছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন সহ তাঁর অনুসারীদেরকে কারবালায় নির্মম ভাবে শহীদ করা হয়েছিল।
প্রতিবারের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাইলাকান্দিতে মহররমের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়।
এতে হাইলাকান্দি জেলা সদরে মুসলিমদের ঢল নামে। হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহররম উপলক্ষে তাজিয়া মিছিলের পরম্পরা ঐতিহ্য রয়েছে।
এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) দৌহিত্র ইমাম হোসেন শহীদ হওয়ায় শোকাবহ ওই ঘটনার স্মরণে জেলা সদরে জনসমুদ্রের রূপ ধারণ করে।
প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে মহরম প্রেমীরা কারবালার প্রান্তরে প্রতিকী হিসেবে বিভিন্ন ধরনের খেলা প্রদর্শন করেন।
সুসজ্জিত গাড়ি, তাজিয়া, কাড়া, ঢাল তরোয়াল, লাঠি সহ জারিগান গেয়ে গোটা শহর পরিক্রমা করে শোক মিছিলে পা মেলান মহররম প্রেমিরা।
জেলা মহররম কমিটির অধীনে কুড়িটি আঞ্চলিক কমিটি ও শতাধিক শাখা কমিটি পৃথক পৃথক ভাবে মহরমের বিশাল শোক মিছিলে অংশগ্রহণ করে।
সমগ্র শহর পরিক্রমা করে জেলা ক্রিড়া সংস্থার মাঠে গিয়ে তাদের খেলা প্রদর্শন করেন।
এদিন জেলা সদরে প্রায় লাখের মতো মানুষের সমাগম ঘটে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া পবিত্র মহররম বা আশুরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
মহরমের মিছিল প্রত্যক্ষ করতে অনেক অমুসলিম মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিন সকাল ১০ টায় জেলা ক্রিড়া সংস্থার মাঠে অস্থায়ী কার্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ লালু মিয়া লস্কর, সাধারণ সম্পাদক আলহাজ সিরাজ উদ্দিন বড়ভূইয়া, যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান বড়ভূইয়া, উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন, কার্যালয় সম্পাদক হিলাল উদ্দিন লস্কর, জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ।
বিকেল ৪টায় মহরম কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজ উদ্দিন বড়ভূইয়ার ধন্যবাদসূচক বক্তব্য এবারের মহররম শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও খেলোয়াড় সহ জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর বিশ্বশান্তি কামনায় ও কারবালায় শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন পীর মওলানা আব্দুল মানিক। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত আইনজীবী সাহাব উদ্দিন লস্কর, আলী হোসেন মীরা, কামরুল আলম চৌধুরী, মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, আজমল হোসেন লস্কর, আমির হোসেন মজুমদার, বাহারুল ইসলাম বড়ভঊইয়া, কামরুল ইসলাম লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, সারিম সদিওল, ডালিম উদ্দিন প্রমুখ।