সুভ্রোজিত আচার্যী, জয়পুর : আজ কাছাড় জেলার অন্তর্গত হরিনগর গ্রাম পঞ্চায়েতের বাইগাজীনে কাছাড় মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে প্রীত শিং রাই মেমোরিয়াল ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট এর শুভারম্ভ হয়।
সমিতির সভানেত্রী সুজাতা রাই জানান যে মহিলাদের সুরক্ষা সহযোগিতার সাথে সাথে যুব সমাজের উন্নয়নের ক্ষেত্রে তাদের সমিতি কাজ করতে শুরু করেছে।

সেই উদ্দেশ্যেই এই গ্রামীণ এলাকায় ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনীতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনগর গ্রাম পঞ্চায়েতর সভানেত্রী অলি বর্মণ এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের এপি সদস্যা শিল্পী রাণী দত্ত।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী রানু দেব, গুরখা সমাজ উন্নয়নের সভাপতি প্রকাশ ছেত্রী, সহসভাপতি শঙ্কর ছেত্রী, সম্পাদক জয় বাহাদুর ছেত্রী, বিশিষ্ট শিক্ষক রামানন্দ রাজবংশী।

অতিথিদের সবাই তাদের বক্তব্যে কাছাড় মহিলা সমাজ কল্যাণ সমিতির এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন। আজকের প্রথম ম্যাচে অংশ নেয় মলং ইউথ এফ.সি ও ভানু ক্লাব বাইগাজীন। প্রথম ম্যাচে মলং ইউথ এফ.সিকে ৩-১ গোলে পয়াজয় করে ভানু ক্লাব বাইগাজীন।