ধুবরি : আল কায়েদার সাথে যুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে আজ ধুবরি জেলায় গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।
বাংলাদেশ সীমান্তের কাছে টাকিমারির আবদুস সুকুর আলী নামে এই অভিযুক্তকে আজ ভোরে বিলাসীপাড়া থানার অন্তর্গত নয়েরালগা নামক একটি প্রত্যন্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে ধুবড়ি পুলিশ ওই ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে এবছরের এপ্রিলে এক অনুসন্ধান অভিযান চালিয়ে আসাম পুলিশ ধুবরি জেলা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল।
ধুবরি এসপি অপর্ণা নটরাজন সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে পূর্বে গ্রেফতারকৃত আনসারুল্লাহ দলের সদস্যদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনজনের নাম উঠে এসেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে পূর্বে গ্রেফতারকৃত এবিটি সদস্যদের সাথে ভারতের অন্যান্য রাজ্য সহ বারপেটা, গোয়ালপাড়া, মরিগাঁও, ধুবরি ইত্যাদি থেকে আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে।
ধুবরি এসপি বলেছেন পুলিশের সন্দেহ আছে যে আটক ব্যক্তির সাথে অন্যান্য সক্রিয় এবিটি সদস্যদের সংযোগ থাকতে পারে যারা ইতিমধ্যে ভারতের অন্যান্য রাজ্যে লুকিয়ে আছে।