সন্দেহ খুন করা হয়েছে
সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ মার্চ : নিখোঁজ দুল্লভছড়ার সিপাছড়া বস্তির বাসিন্দা দুল্লভছড়া চা বাগানের অস্থায়ী কর্মী নন্দলাল ভর-এর মৃতদেহ দুল্লভছড়া চা বাগানের ৬৮ নং সেকশনের জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা খোজাখুজি করার পর সন্ধান না পেয়ে ২৬ ফেব্রুয়ারি রাতাবাড়ি থানায় নিখোঁজ মামলা দায়ের করেন।
কিন্তু ২৭ ফেব্রুয়ারি দুল্লভছড়া বাগানের ৬৮ নং সেকশনের জলাশয়ের পাশে প্যান্ট পাওয়াতেই পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
তারা বিষয়টি রাতাবাড়ি পুলিশ এবং বিধায়ক বিজয় মালাকারকে অবগত করেন।
এত রাতাবাড়ি পুলিশ তৎপর হয়ে জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরন করে।
সরকারি নিয়ম সম্পন্ন হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি অন্তিম সৎকার্য্য করা হয়।
তবে পরিবারের সদস্যদের দাবি, নন্দলাল ভরকে খুন করা হয়েছে। কারণ মৃতদেহের মুখে রক্ত ও গলায় কালো দাগ ছিল।
সন্ধেহ করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এতে প্রতিবেশী লোকেরা জড়িত বলে তারা সন্দেহ করছেন।
ময়না তদন্তের উপর ভিত্তি করে হত্যা কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতাবাড়ি পুলিশ, বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের লোকজন।