সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৫ ডিসেম্বর : করিমগঞ্জ জেলার দুল্লভছড়া সিভিপি হাইয়ার সেকেন্ডারী স্কুল ৭৫ বছর পূর্ণ করেছে।
রাজ্যের প্রত্যান্ত জেলা করিমগঞ্জের রাতাবাড়ী বিধানসভার দুল্লভছড়ায় স্থানীয় বিশিষ্ট জনেরা ১৯৪৭ সালে প্রজন্মদেরকে শিক্ষার আলোয় এগিয়ে নিয়ে যেতে স্কুলটি স্থাপন করেন।
নিজস্ব জমির উপর ব্যক্তিগত অর্থ ব্যয়ে কাঁচাগৃহ নির্মান করেন এবং নুন্যতম মাসুহারায় স্বচ্ছ ভাবমূর্তির গোল্ডমেডেল প্রাপ্ত শিক্ষকরা পাঠদান চালিয়ে যান। স্থানীয় গ্রামবাসি ও শিক্ষকদের প্রচেষ্টায় উক্ত স্কুলটি করিমগঞ্জ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে।
সেই সময়ের পড়ূয়ারা বতর্মানে অত্যন্ত সুনামের সঙ্গে সরকারি বিভিন্ন বিভাগে উচ্চ পদে চাকুরী করে অবসর গ্রহন করেছেন। বরতমানেও এই স্কুলে পড়াশোনা করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক উচ্চ পদে চাকরী করছেন।
স্কুলটির ৭৫ বছর পূর্তী উপলক্ষে প্লেটিনাম জুবলী পালনের প্রস্তুতি নিয়ে স্কুলে এক সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ দেবাশীষ সিনহার পৌরহিত্য অনূষ্টিত সভায় উপস্থিত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্যদের বরন করা হয়।
সভার সিদ্বান্ত অনুসারে প্লেটিনাম জুবলীতে উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা সরকারি বিভিন্ন বিভাগের উচ্ছ পদে চাকরী করছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে।
তাছাড়া রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পিযুষ হাজারিকা, জয়ন্ত মল্লবরুয়া ও ফনীন্দ্র নাথ শর্মাকে আমন্ত্রণ জানানো হবে।
এদিকে রাতাবাড়ির জননেতা বিধায়ক বিজয় মালাকার উক্ত স্কুলটির ৭৫ বছর পূর্তীর অনুষ্ঠান সহ অন্যান বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চার সম্পাদক প্রনব মূখার্জী , মৃনাল সিনহা এসএমডিসি সভাপতি দীপন সিনহা, দুল্লভছড়া সমবায়ের সম্পাদক চন্দ্রকান্তী সিনহা (প্রাক্তন সভাপতি), শিক্ষকদের মধ্যে ছিলেন রাজেন্দ্র বারই, প্রদীপ চন্দ্র দাস, বিজয় শঙ্কর দিবেদী, মিলন সিনহা, চন্দন তেওয়ারী, সমাজসেবী মনোরঞ্জন সিনহা (রানু), প্রদীপ সিনহা সহ অন্যান্যরা।