সুপ্রিয় পাল, দুল্লভছড়া : রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের কালাছড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইডেন একাডেমীতে আজ নবীন বরনের পাশাপাশি বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।
শিক্ষা অনুরাগী সচেতন নাগরিকদের প্রচেষ্টায় ২০১৮ সালে স্কুলটি স্থাপন হওয়ার পর থেকেই প্রতি বছর সুনামের সঙ্গে ভাল ফলাফল নিয়ে এগিয়ে যাচ্ছে।
স্কুল অধ্যক্ষ রশিদ আহমেদ-এর পৌরহিত্য অনুষ্টিত সভায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিদায়ী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সহ মানপত্র প্রদান করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন যে প্রতিটি ছাত্রই দেশের উজ্বল ভবিষ্যত, তাদের উপরই দেশের উন্নয়ন নির্ভরশীল, তাই শিক্ষক এবং অভিবাবকেরা তাদের সাধ্যমত চেষ্টা করেন।
প্রত্যেকেই বিদায়ী ছাত্রদের একনিষ্ঠ ভাবে পড়াশুনা করার জন্য উৎসাহ প্রদান সহ যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে জানান।
উৎসাহিত অভিবাবকরা বলেন এভাবে প্রতি বছর ভাল ফলাফল আসলে ভবিষ্যতে স্কুলটি কলেজে রুপান্তরিত হতে সময় লাগবেনা।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এবং এর মধ্যে ৯ জন প্রথম বিভাগে, ৬ জন দ্বতীয় ও ১ জন তৃতীয় বিভাগে পাশ করে।
লেটার মার্কস আসে ১৬টি।
ছাত্রছাত্রীদের অভিবাবকরা স্কুলে ভাল ফলাফলের জন্য স্কুলের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষায়েত্রীদের সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন সভাপতি ময়নূল হক, আকলিশ আলী, ফুলেশা বেগম, মুনিম আহমেদ, নাসির আহমেদ তালুকদার, আলহাজ মিস বাউল রহমান সহ অন্যানরা।