করিমগঞ্জ, ৯ জানুয়ারি : আসামের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মাকে আট দফা দাবি ভিত্তিতে স্মারকপত্র মেল ও ট্যুইটার করেছে করিমগঞ্জ জেলা টেট কোয়ালিফাইড টিচার্স কোর্ডিনেশন কমিটি।
দাবিগুলো হলো- প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষকদের বকেয়া ‘গ্রেড পে’ অবিলম্বে প্রদান করা, চুক্তিভিত্তিক টেট শিক্ষকদের বকেয়া ‘ডিএ’ প্রদান করা, এলপির টেট উত্তীর্ণ শিক্ষকদের এম ভি স্কুলের নিযুক্তি দেওয়া যাতে তারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষা দিতে পারেন।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ‘স্মার্ট হেলথ কার্ড’ প্রদান করা, যাতে সংশ্লিষ্ট চাকরিজীবী ও তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বিনামূল্যে বার্ষিক দশ লক্ষ টাকার চিকিৎসা সেবা প্রদান করা যায়, সমগ্র শিক্ষা মিশন অভিযান ও ষ্টেট পুলের অন্তর্গত সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের ৫০ বছর বয়স পর্যন্ত ‘পে প্রোটেকশন’ সহ চাকরিতে স্থায়ী পদে নিযুক্তি দেওয়া।
যে সকল শিক্ষকদের মেডিক্যাল রিইমবার্সমেন্ট বিল রাজ্য শিক্ষা আধিকারিক-এর অফিস এবং সর্বশিক্ষার কার্যালয় জমা পড়েছে আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে তা মিটিয়ে দেওয়া, চুক্তিভিত্তিক যে সকল শিক্ষক বিগত দিনে কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের এককালীন সাহায্য আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে প্রদান করা ও শিক্ষকদের চাকুরী বদলীকরণ প্রক্রিয়াকে আরো সরলীকরণ করা।
স্মারকপত্রে স্বাক্ষর করেছেন সংস্থার সাধারণ সম্পাদক অংশুমান পাল, দিবাকর যাদব ও গৌতম দাস প্রমুখ। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের শিক্ষা মন্ত্রী ড০ রণোজ পেগু, রাজ্যের বিত্ত মন্ত্রী অজন্তা নেওগ, করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা, শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায়, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল সহ মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব তথা বিত্ত দপ্তরের প্রধান সচিব সমীর কুমার সিনহা, সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডাইরেক্টর এবং রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশকের কাছেও মেল ও ট্যুইট করা হয়।