শংকর শীল, শালচাপড়া : ডিলিমিটেশনে শালচাপড়া জিপিকে কাটিগড়ারর সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি দিলেন জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার নাগরিকরা।
রবিবার জিপি সভাগৃহে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় ডিলিমিটেশনে প্রকাশিত খসড়াতে যেভাবে শালচাপড়াকে কাটিগড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তা কোন অবস্থায় মানা হবে না মত প্রকাশ করেন।
প্রতিবাদী সভা সঞ্চালনা করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বরভুঁইয়া।
বক্তব্য রাখেন আদিত্য গিরি সিনহা ও মৌলানা ফারুক আব্দুল্লাহ লস্কর সহ অন্যান্যরা।
প্রতিবাদী সভায় সাফ জানিয়ে দেওয়া হয় যে ডিলিমিটেশনের প্রকাশিত খসড়ার সিদ্ধান্ত পুনরবিবেচনা করা না হলে আগামী দিনে ভোট বয়কট সহ গণ আন্দোলন গড়ে তুলা হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিলিমিটেশনের প্রকাশিত খসড়া পুনরবিবেচনা করতে অসমের মুখ্যমন্ত্রী এবং ভারতের নির্বাচন কমিশনকে লিখিত দাবি জানানো হবে।