হাইলাকান্দি ১৩ আগস্ট : হাইলাকান্দি জেলার দোকানগুলোতে ২০০৩ সালের রাষ্ট্রীয় তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে অভিযান চালানো হয়।
জেলার সার্কেল অফিসারদের নেতৃত্বে সম্প্রতি এনফোর্সম্যান্ট ড্রাইভ চালিয়ে জরিমানা হিসাবে ২৮০০ টাকা এবং প্রায় পাঁচ হাজার প্যাকেট বিভিন্ন ধরনের বেআইনি তামাক সামগ্রী উদ্ধার করা হয়।
এইসব সামগ্রী বাজেয়াপ্ত করে বিনষ্ট করে ফেলা হয়।
উল্লেখ্য রাষ্ট্রীয় তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৩ অনুসারে প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ এবং ১৮ বছরের নিচের ছেলেমেয়েদের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ।
শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সিগারেট গুটকা ইত্যাদি নেশা জাতীয় সামগ্রীর দোকান থাকতে পারবেনা। এই আইন অমান্যে করলে ২০০ টাকা জরিমানার সংস্থান রয়েছে।