অনিমেষ চক্রবর্তী, বড়খলা : শুক্রবার ভোরে বালাছড়া টোলগেইট এলাকা থেকে ৪০৭ ট্রাকে করে পাচারের সময় একহাজার কেজির বেশী বার্মীজ সুপারী সহ লরি আটক করলো বড়খলা পুলিশ।
গ্রেফতার করা হয় লরির চালক আলী আহম্মদ বড়ভূইয়াকেও।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়খলা থানার ওসি গৌতম কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ভোরে ওৎ পাতে বালাছড়া টোলগেইটে।
এস১১সিসি-০৮৪৪ নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালালে বেরিয়ে আসে বার্মিজ সুপারির বস্তা।
এবার আর অবৈধ বার্মিজ সুপারির পাঁচারকারবারিদের কোন কৌশল কাজে আসেনি, পুলিশের ছোখে ধূলো দিয়ে টোলগেইট পাড়ি দিতে অসমর্থ হয়।
আটক করা হয় ট্রাক চালক আলী আহম্মদ বড়ভূইয়াকেও।
এভাবে দিন কয়েক আগে বড়খলার বালাছড়া টোল গেইট থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বার্মীজ সুপারী সহ গাড়ী আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিক থেকে এবার একটু ব্যতিক্রম দেখা গেল, ট্রাক সহ চালককেও আটক করতে সক্ষম হলো বড়খলা পুলিশ।
বড়খলা পুলিশ ১২০/২৩/ইউ এস১২০/বি ৩৭৯/৪১১/৪২০আই পি সি ধারায় একটি মামলাও নতিভুক্ত করেছে।
জানাগেছে অটক চালকের বাড়ী ধলাই থানার অন্তর্গত ভাগা বাজার রাজনগরে। চালক আলী আহম্মদ বড়ভূইয়াকে এদিন জেলা আদালতে প্রেরণ করা হয়।