শুভ্রজিত আচার্য্য, উধারবন্দ : সোমবার সমগ্র দেশের সাথে উধারবন্দ বিধানসভার জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতের দেবনারয়ণ ঠাকুর পাব্লিক মণিপুরী হাইস্কুলে শহীদদের স্মৃতি রক্ষায় শিলা ফলক উন্মোচন করে স্মৃতি দিবস পালন করা হয়।
এই ফলক উন্মোচন করেন বিধায়ক মিহির কান্তি সোম, তাঁর সাথে ছিলেন রাজাবাজার উন্নয়ন খণ্ডের বিডিও ধনজীত হালই, পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা শিংহ।
ফলক উন্মোচন করার পর উপস্থিত সবাই মেরা দেশ মেরা মাটি সংকল্প গ্রহণ করেন।
বিধায়ক মিহির বক্তব্য রাখতে গিয়ে ১৯৪৭ এর ১৪ আগষ্ট বিভাজনের করুন কাহিনী তোলে ধরেন এবং শহীদদের স্মরণে নরেন্দ্র মোদী সরকারের প্রতিটি পদক্ষেপ ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েতের সদস্য-সদস্যা, ব্লকের কর্মী সহ দলীয় কর্মকর্তা।