জুলি দাস করিমগঞ্জ : বন্যাত্রাণ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল করিমগঞ্জে।
মধ্যভোগীদের সঙ্গে হাত মিলিয়ে বন্যার্তদের জন্য বরাদ্ধ ত্রাণ দায়ত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা লুণ্ঠন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকদিন আগে এরকম মোবাইলে বার্তালাপের একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে।
বন্যার্তদের জন্য বরাদ্ধ ত্রানসামগ্রী এভাবে লুটপাটের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে করিমগঞ্জে।
এদিকে সদর সার্কলের খবর অনুসারে, ‘পিননগর রোডসাইড ক্যাম্প’-এ সর্বশেষ ত্রাণ বরাদ্দ হয়েছে চাল ২ কুইন্টাল, ডাল ৪৫ কেজি।
কিন্তু শিবিরে আশ্রিতরা অভিযোগ করে বলেছেন, তাদের এখানে মাত্র দেড় কুইন্টাল চাল এবং এক বস্তা ডাল নিয়ে পৌঁছন আমিন।
অন্যদিকে ছয়টি ত্রিপল বরাদ্দ হলেও শিবিরে মাত্র একটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিনোদ রায়, সীতা রায়, সুখেন্দ্র রায়, রবি দাস, ছন্দা মালাকার সহ অন্যান্যরা।
বন্যার্তদের প্রশ্ন, এত সামগ্রী বরাদ্ধ হলেও এগুলো গেল কোথায়?