সমাজ কল্যাণের অঙ্গীকার নিয়ে শিলচরে আত্মপ্রকাশ করল ভারতীয় বরাক নাগরিক মঞ্চ

Spread the love

শিলচর প্রতিনিধি : প্রচারবিহীন ভাবে কাজ করে আসা সংগঠন ভারতীয় বরাক নাগরিক মঞ্চ ওরফে বিবিএনএম মঙ্গলবার বিকেলে দাপ্তরিক ভাবে আত্ম প্রকাশ করল শিলচরে।

এদিন ভারতীয় বরাক নাগরিক মঞ্চ মালুগ্ৰাম মেলারোড উৎসব ভবনে একটি সভা আয়োজন করে। এতে বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা অংশগ্রহণ করেন।

বিশিষ্ট নাগরিক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা মৃদুল ধর, কলেজিয়েট স্কুলের শিক্ষক রাজু দেব সহ ডিজায়ার ফর  লাইফের সদস্য ও মা জননী সমাজ কল্যাণ সংগঠন সহ বিভিন্ন দলের কার্যকর্তারা। 

উত্তরীয়র মাধ্যমে সম্মান জানানো হয় বিভিন্ন দল সংগঠনের কার্যকতাদের।

এদিন ভারতীয় বরাক নাগরিক মঞ্চ গঠনের কারন এবং আগামীতে কি ভাবে কাজ করবে তা নিয়ে বক্তব্য রাখেন বিবিএনএম এর সাধারণ সম্পাদক রাজু দাস।

রাজু বলেন যে বিবিএনএম গত এক বছর থেকে নিবিড় ভাবে কাজ করে আসছে, কিন্তু এখনই আত্মপ্রকাশের সঠিক সময় তাই আজ বিভন্ন সংগঠনের সাথে আলাপ করেই আনুষ্ঠানিকভাবে সংগঠনের এই অনুষ্ঠান।

রাজু দাস আর বলেন বিবিএনএম-এর মূল উদ্দেশ্য সমাজের উন্নয়ন। তা প্রতিবাদ করে নয়, তা হবে প্রতিরোধ করে।

বক্তব্য রাখেন বিবিএনএম-এর সভাপতি আশীষ রঞ্জন সেন পুরকায়স্থ, তিনি বলেন যে বিবিএনএম গত এক বছরে প্রায় বিভিন্ন গ্ৰামে বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা, এবং স্বনির্ভর হতে সুযোগ করে দিয়েছে।

তিনি সবার কাছে এগিয়ে এসে বিবিএনএম-এর লক্ষ্য পূরণ তথা সমাজের কল্যাণ কামনায় সহযোগিতা করার জন্য আবেদন জানান।  

এদিন ভারতীয় বরাক নাগরিক মঞ্চের এই সভায় সভাপতি আশিষ রঞ্জন সেন পুরকায়স্থ, সহসভাপতি – মাশুক আলম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক রাজু দাস, মহিলা সম্পাদিকা মধুমত্তমা দাস কানুনগো, গৌরব দাস, গৌতম দাস সহ বিভিন্ন সংগঠনের শতাধিক সভায় উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংগঠন থেকে উপস্থিত কার্যকর্তারা প্রয়োজনবোধে সর্বদা বিবিএনএম-এর পাশে থাকবেন বলে মত প্রকাশ ও করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token