ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : শিলচর বেসরকারি হাসপাতালের সবচেয়ে জগন্যতম কাণ্ড এবার প্রকাশ্যে।
জিবিত শিশুকে জন্মের পর মৃত ঘোষণার ঘটনায় শিলচরে বেঙের ছাতার মত গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ঘটনাটি ঘটেছে শিলচরের বেসরকারি হাসপাতাল লাইফলাইনে।
জানাগেছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ নর্মাল ডেলিভারিতে শিশুটির জন্ম হয়।
শিশুটি নড়াচড়া না করায় তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এমনকি শিশুটির লাশ সরিয়ে নিতে পরিবারের লোকজনদের কাছে এক হাজার টাকা দাবী করা হয়।
কিন্তু পরিবারের লোকজন শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার পরই কেদে ওঠে নবজাতক।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে লাইফলাইন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা তাড়াহুড়োর মধ্যে ভুলবশত শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে জানিয়েছেন।
একই অবস্থা চলছে অন্যান্য বেসরকারি হাসপাতালেও। রোগীদের পরিসেবা দেওয়ার নামে খসাই খানায় পরিনত করা হয়েছে।
অনেকেই সুস্থ হওয়ার বদলে বিকলাঙ্গ হয়ে জীবন কাটাচ্ছেন।
লালার নাথ পদবীর এক ব্যক্তি শিলং নিগ্রিম হাসপাতালে চিকিৎসা করে আসার সময় সুপারে বসে এ প্রতিবেদককে জানিয়েছেন, তার কোমরের ব্যথার জন্য শিলচরের এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন।
এই হাসপাতালের এক চিকিৎসক বিভিন্ন ধরনের টেস্ট করে জানিয়েছিলেন তার কোমরের বল নষ্ট হয়ে গেছে, এটা বদলাতে হবে। এরজন্য ব্যয় হবে আড়াই লক্ষ টাকা।
কিন্তু তিনি যখন ইনস্যুরেন্সের ফর্ম নিয়ে ওই ডাক্তারের কাছে জান, তখন এই ডাক্তার স্বাক্ষর করতে অস্বীকার করেন।
এতে তার সন্দেহ হয় এবং পরবর্তীতে তিনি নিগ্রিমে গিয়ে মাত্র সাড়ে ছয় হাজার টাকা খরচ করে বল না বদলিয়ে সুস্থ হয়ে ওঠেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা করা বেঙের ছাতার মত গজিয়ে ওঠা এসব বেসরকারি হাসপাতাল এবং ডাক্তারদের লাগাম টানার মত কি কোন উপায় বা ক্ষমতা নেই সরকারের?
যদি থাকে তবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
এদিকে শিশুটির পরিবার ওই হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
শিলচর সদর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।