মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : নিতাইনগর সমবায় সমিতির আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি মাশুক আহমদ বড়ভূইয়া।
হাইলাকান্দিতে সাংবাদিক ডেকে এবিষয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাশুক বলেন, বিগত কিছু দিন থেকে নিতাইনগর সমবায় সমিতির অধীনে থাকা খাদ্য ও সরবরাহ বিভাগের আগস্ট মাসের চাল নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে।
বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দল সংগঠন সহ সচেতন মহল বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেছে।
তাই এই বিষয়টি নিয়ে হাইলাকান্দি জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের এডিএস সহ বিভাগীয় এডিসির সঙ্গে তিনি আলোচনা করেছেন।
২২ আগষ্টের মধ্যে নিতাইনগর সমবায় সমিতির অধীনে থাকা প্রত্যেক হিতাধীকারীর কমতি চাল গুলো বন্টন করা হবে বলে বিভাগীয় তরফ থেকে তাঁকে জানানো হয় বলে জানিয়েছেন মাশুক।
এদিকে কিছু দিন পূর্বে অতিবৃষ্টির কারণে মোহনপুর সমবায় সমিতিতে প্রায় তিনশো কুইন্টাল চাল বৃষ্টির জলে ভিজে ডেমিজ হওয়ার কারণে বর্তমানে এই মাসের চালের শর্ট হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন যেহেতু সমিতির কর্তৃপক্ষ এবং খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে খুব শীঘ্রই এই চাল বন্টন করা হবে জানিয়েছেন তাই এনিয়ে আর কোন চিন্তার প্রয়োজন নেই।
তবে আগামী দিনে খাদ্য সুরক্ষার চাল নিয়ে এরকম খেলিমেলী আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি মাশুক আহমদ বড়ভূইয়া।