মালিনিবিলের নিখোঁজ দুই গৃহবধুর অবশেষে সন্ধান মিলল।
মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে অসহায় অবস্থায় রয়েছেন জানালেন নাবালিকা বধূ এবং তার সন্তানসম্ভবা জা।
১৯ বছরের পূজা নমঃশূদ্র এবং তার জা পায়েল অধিকারী বৈষ্ণব (১৭) জানিয়েছেন ১৭ আগস্ট রাতে তাদের স্বামীরা জয়দীপ অধিকারী এবং জয় অধিকারী তাদের এক ঘরে আটকে রেখে মারধর করে।
আত্মরক্ষার খাতিরে ভোর চারটে নাগাদ তারা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যেতে বাধ্য হন।
দুজনেরই বিয়ে হয়েছিল নাবালিকা থাকা অবস্থায় এবং পূজার মা জ্যোৎস্না নমঃশূদ্র ২০২১ সালে জয়দীপ অধিকারীর বিরুদ্ধে তার ১৭-বছর বয়সের মেয়েকে অপহরণের মামলা করেছিলেন।
তখন তিনি তার মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলেও পরবর্তীতে মেয়ে আবার পালিয়ে যায়।
জয়দীপের সঙ্গে পূজার আইনত বিয়ে না হলেও তারা স্বামী-স্ত্রী হিসেবে থাকছে এবং পূজা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
এই অবস্থায় তার মেয়েকে জয়দীপ পুনরায় মারধর করে এবং সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে আসে পূজা, এমনটাই জানিয়েছেন জ্যোৎস্না।
পূজা এবং পায়েলের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে জয়দীপ এবং তার বড় ভাই জয় অধিকারী, এমনটাই অভিযোগ তাদের। তারা পুলিশ এবং আইন ব্যবস্থার কাছে বিচার চেয়েছেন এবং ঘটনার তদন্ত দাবি করেছেন।