ধর্মনগর প্রতিনিধি : আসাম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থেকে ত্রিপুরা পুলিশ দশ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করার একদিন পর আজ সাড়ে চার লক্ষ টাকার গাঁজা সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেছেন, পুলিশ চুরাইবাড়ি থানার সামনে একটি সুজুকি বালেনো গাড়ি আটক করে যা ত্রিপুরা থেকে আসাম যাচ্ছিল।
এই গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল।
চুরাইবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমরেশ দাস এবং মহকুমা পুলিশ অফিসার দেবাশীষ সাহা ৬১টি প্যাকেটে গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন।
এসপি বলেন যে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নির্দেশে ১৯ আগস্ট থেকে রাজ্য জুড়ে ১৬টি নাকা পয়েন্ট স্থাপন করা হয়েছে।
এই গাঁজা পাচারে জড়িত দুজনকে আটক করা হয়, তারা স্বামী-স্ত্রী।
গ্রেফতারকৃত ব্যক্তি সুদীপ কর্মকার (৪১) এবং দিমানি দেববর্মা (২৩), উভয়েই পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সিধাই মোহনপুরের বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারির মূল্য প্রায় ৪. ৫০ লাখ টাকা হবে জানিয়েছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।