কাঞ্চনপুর প্রতিনিধি : পানিসাগরে আচমকা উচ্ছেদ অভিযান চালাল ত্রিপুরা বনবিভাগ।
ভোরে পেকুছড়া গ্রামের সড়কে বেরিকেট তৈরি করে অসহায় ভূমিহীনদের উচ্ছেদ অভিযান চালায় বোনবিভাগ।
জানাগেছে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার ১৩ টি গ্রামের ৫১টি বাঙালি অসহায় বাঙালি পরিবারের লোকজন পেকুছড়া গ্রামের জঙ্গলে আশ্রয় নিয়েছেন।
এই পরিবারগুলো শিশু এবং বৃদ্ধদের নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন। প্রশাসন ন্যূনতম মানবিকতাও দেখায়নি।
খাবার দেওয়া তো দূরের কথা পানীয় জলের ব্যবস্থাটুকু করা হয়নি বলে অভিযোগ। বনবিভাগের এমন অমানবিক ঘটনার বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠছে।
সেই সঙ্গে প্রশ্ন উঠছে, মিজোরাম থেকে এসে যদি ভুমি পাওয়া যায় তাহলে এরাজ্যের ভুমিহীন বাঙালিরা কেন ভুমি পাবে না? তাদের কি বাচার অধিকার নেই?