আগরতলা : মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরাজিত সিনহা বলেছেন ত্রিপুরায় কংগ্রেস দল বর্তমানে চ্যালেঞ্জের মুখোমুখি।
আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা প্রদেশ মৎস্যজীবী কংগ্রেস কমিটির একটি সম্মেলনে বক্তৃতা করার সময় সিনহা ইঙ্গিত দিয়েছেন, অসংখ্য কংগ্রেস কর্মী দলের ভূমিকা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রাক্তন মন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মনের সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে পদোন্নতির বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে, বিরাজিত বলেন এই পদোন্নতি থেকে কংগ্রেস কীভাবে লাভবান হবে তা সময়ই বলে দেবে।
কারণ আমি জ্যোতিষী নই। তবে ভুক্তভোগী হিসেবে আমাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। ত্রিপুরার সিপাহিজলা জেলার বক্সানগর এবং ধনপুরের উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন বিজেপিকে মোকাবেলা করার জন্য একটি কৌশল তৈরি করেছিলাম, যা বাস্তবায়িত হয়নি৷