হিবজুর রাহমান বড়ভূইযা, শিলচর : দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে বিভিন্ন লোকেদের এটিএম থেকে টাকা হাতানোর মতো প্রতারণা করে চলছিল।
কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হল না, পুলিশের হাতে ধরা পড়ে গেল। এটিএম প্রতারককে আটক করল কাছাড় পুলিশ।
কিন্তু কীভাবে প্রতারণা করত সে?
এই বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, যখনই কোন গ্রাহক এটিএম থেকে টাকা তুলতে যান তখন সে তার পিছনে দাঁড়িয়ে থাকত।
এটিএম এর কোড পিন কী মারছেন সেটা লক্ষ্য রাখত। তারপর সুযোগ বুঝে তার এটিএম কাজ করছে না বলে নিজের অন্য একটা এটিএম দিয়ে তার কার্ডটা হাতিয়ে নিত।
এরপর শুরু করত তার কারসাজি। সেই এটিএম দিয়ে টাকা তুলে নিত।
কিন্তু গতকাল একজন পুলিশের সঙ্গে একইভাবে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে যায় ওই প্রতারক। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল।
পুলিশ জানতে পারে, কলকাতা, ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে শিলচরে এসেছিল এই প্রতারক। কাজও করে যাচ্ছিল। কিন্তু এবার পুলিশের হাতে ধরা পড়ে জেল হাজতে যেতে হল তাকে।