ব্যুরো রিপোর্ট : সোনাছড়ায় অবাধে বনজ সম্পদ লুণ্ঠনের সংবাদ গণআওয়াজ-এ প্রকাশিত হওয়ার পর দৌরঝাপ শুরু হয়েছে কাছাড় বন বিভাগের।
শনিবার উধারবন্দ বন বিভাগ সোনাছড়ায় হানা দিয়ে পাথর বোঝাই একটি গাড়ী আটক করে এবং অন্যান্য আরও বেশ কিছু গাড়ী থাকলেও চালক না থাকায় বন কর্মীরা গাড়ীগুলোর টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে আসেন।
আটক গাড়ী বালাছড়া ফরেস্ট বিটে রাখা হয়েছে।
বালাছড়া ফরেস্ট বিট অফিসারের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সোনাছড়া তাদের অধিনে নয় উধারবন্দ রেঞ্জ অফিস থেকে অভিযান চালানো হয়েছে।
আটক গাড়ী এখানে কেন রাখা হয়েছে জানতে চাইলে অফ ক্যামেরায় তিনি বলেন, রেঞ্জ অফিসে রাখার জায়গা নেই তাই তাদের এখানে রাখা হয়েছে।
পরে উধারবন্দ রেঞ্জ অফিসের ভিতরে থাকা কোয়াটারে গিয়ে রেঞ্জারের কাছে কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, বন মাফিয়াদের সঙ্গে বন বিভাগের গোপন আতাতে কোটি কোটি টাকার রাজস্ব লুণ্ঠন বিভিন্ন প্রশ্ন করলে অন ক্যামেরায় জবাব দিতে অস্বীকার করেন।
তবে অফ ক্যামেরায় তিনি বলেন, তার নেতৃত্বে বন বিভাগ আগেও একবার অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ী আটক করেছিল।
কিন্তু বন্ধ করা যায়নি। তিনি বলেন চোর চুরি করার মানসিকতায় থাকলে আটকানো যায় না।
তবে তিনি আটকানোর চেষ্টা করবেন বলে জানান। এদিকে আজও ফের সোনাছড়ায় হানা দেয় বন বিভাগ, কিন্তু কোন গাড়ী পাওয়া যায়নি বলে জানান উধারবন্দ ফরেস্ট রেঞ্জ অফিসার।