ব্যুরো রিপোর্ট, হাইকান্দি : চন্দ্রযান-৩ সফল অবতরণের পর বিজ্ঞানী দলের হাইলাকান্দির ড০ বাহারুল ইসলাম বড়ভুইয়ার আপনজনেরা ভাসছেন সংবর্ধনায়।
খুশির জোয়ার বইছে জেলাজুড়ে। এ সাফল্যে বিভিন্ন দল, সংগঠনের নেতা কর্মীরা জেলার বিজ্ঞানী ড০ বাহারুলের পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করছেন।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্করের নেতৃত্বে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ ও কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ এক প্রতিনিধি দল বিজ্ঞানী ড০ বাহারুলের পৈতৃক বাড়িতে উপস্থিত হোন।
বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্যে তারা সন্তুষ প্রকাশ করে ড০ বাহারুলের আপনজনদেরকে উষ্ণ সংবর্ধনা জানান করেন।
পরে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর এবং সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কররা সংবাদ মাধ্যমে অভিমত তুলে ধরেন।
জানা গেছে, হাইলাকান্দির আলগাপুর বিধানসভার সৈদবন্দ এমই স্কুলের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক ময়নুল হক বড়ভূইয়ার পুত্র ড০ বাহারুল ইসলাম বড়ভূইয়া ইসরো বিজ্ঞানীদের মধ্যে একজন। দেশের উন্নতিতে ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন ও নিরলস প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেন তারা।