হিবজুর রাহমান বড়ভূইয়া : সমগ্র রাজ্যের সাথে শিলচরেও পাম ওয়েল ক্ষেত চাষের বিরুদ্ধে শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি l
বিক্ষোভ চলা কালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সভাপতি রেজামন্দ আলী বড়ভূঁইয়া সহ অন্যান্যরাl
বক্তারা বলেন, রাজ্যের বিজেপি সরকার কৃষি ব্যাবস্থাকে কর্পোরেটেদের হাতে তুলে দিতে গত ৮ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী যোগগুরু রামদেবকে নিয়ে তিনসুকিয়া জেলায় পাম অয়েল গাছের চারা রোপন করেন।
আসামের কাছাড় জেলা সহ ১৮টি জেলায় পাম অয়েল ক্ষেত চাষ করার জন্য বৃহৎ কর্পোরেট গোষ্টি যোগগুরু রামদেব, গৌতম আদানি ও গোদরেজ কোম্পানিকে বরাদ করেছেl
অথচ সমগ্র বিশ্বের বিজ্ঞানী মহল বিশেষ করে কৃষি বিজ্ঞানী এবং পরিবেশবিদরা পাম অয়েল ক্ষেতের বিরূপ প্রভাব সম্পর্কে গভীর আশংকা প্রকাশ করেছেনl
বিজ্ঞানীদের মতে ওই ক্ষেতের ফলে প্রকৃতি পারিপাশ্বিকতা, বনভূমি ধ্বংস ও জলবায়ুর পরিবর্তন হয়l
মালেশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে পাম অয়েল ক্ষেত করা হলে সেই দেশেও প্রতিবাদ হয়েছে এবং ন্যায়ালয় নির্দেশ দিয়েছে পাম অয়েল ক্ষেত চাষ বন্ধ করার জন্যl
অন্যদিকে আসাম সরকার বণিক গোষ্ঠী ও কর্পোরেটদের অবাধ লুন্ঠনের জন্য আসামের পরিবেশ তথা জীববৈচিত্র ধ্বংস, কৃষি জগতে গভীর সংকট আনার উদ্দেশ্যে পাম অয়েল চাষ করার পরিকল্পনা নিয়েছেl
সারা ভারত কৃষক সভা সমগ্র রাজ্যে ওই ক্ষেত চাষের বিরোধিতা করছে।
যদি এই চাষ করা না হয় তাহলে আগামীতে তারা আরও বৃহৎ আকারে বিক্ষোভ প্রদর্শন করবে বলেও জানানl