বিনোদিনী বাজার প্রতিনিধি, গণআওয়াজ : ড্রাগস ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানালো পাথারকান্দী এন্ট্রি ড্রাগস সোসাইটি।
বর্তমানে গোটা সমাজ যখন ড্রাগস সহ নেশাজাতীয় দ্রব্যে জর্জরিত, সেই সময়ে সমাজ সুপথে পরিচালনা করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে পাথারকান্দী এন্ট্রি ড্রাগস সোসাইটি।
নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচাতে নেশাদ্রব্য ব্যবসায়ি এবং সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে সবার প্রতি আহ্বান জানালো সোসাইটির কর্মকর্তারা।
পাথারকান্দী এলাকার বাজারঘাট ইমদাদুল উলুম মাদ্রাসার পার্শ্ববর্তী স্থানে অসামাজিক কার্যকলাপ তথা ড্রাগস বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সোসাইটির উদ্যোগে আজ এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- মাওলানা জাহিরুল ইসলাম, আব্দুল বাছিত, ফকরুল ইসলাম, বদরুল হক, হোসাইন আহমেদ, আব্দুল কাদির, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা বুরহান উদ্দিন প্রমুখ।
তারা যুব সমাজকে নেশার কবল থেকে বাচাতে সমাজকে জাগার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা।
নেশা আসক্ত ব্যক্তি এবং ব্যবসায়ীদের সাথে সামাজিক, র্ধামিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি আত্মীয়তার সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয় সভায়।
সংস্থার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অবৈধ নেশা সামগ্রী এভাবে চলতে থাকলে আর বেশী দিন নয় খুব শীঘ্রই ড্রাগস, করেক্স, হিরোইন ও গাঞ্জাখোররা সমাজের নেতৃত্বে দেবে।
নেশাগ্রস্ত বা অবৈধ ব্যবসার সাথে জড়িত কোন ব্যক্তি যখন সমাজের নেতৃত্ব দেবে তখন সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সভায় এই প্রশ্নও তুলেন তারা।
তাই মুখে শুধু সুশীল সমাজ নয়, এখনই জাগতে হবে অন্যথায় সুশীল সমাজ নেশাড়ি সমাজে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না বলে আক্ষেপ করেন বক্তারা। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাথারকান্দী থানার অন্তর্গত বিভিন্ন ভিডিপি কমিটির কর্মকর্তারা।