জুলি দাস
করিমগঞ্জ : নির্মাণ কাজে অনিয়ম, এক বছরের মধ্যে তলিয়ে গেলো বনমালী-বেতাইল এলাকার সড়ক। যোগাযোগ বন্ধ বৃহত্তর এলাকার, বিপাকে পড়েছেন প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ।
বিশেষ করে বিপাকে পড়েছেন স্কুল কলেজের পড়ুয়ারা।
গত দুইদিনের হাল্কা বৃষ্টিতে রবিবার সড়কের পুরো অংশ তলিয়ে গেছে, পায়ে হেটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে স্থানীয়দের।
এই ভাঙ্গনের ফলে শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কয়েদিনের বৃষ্টিতে ছোট ভাঙন থেকে প্রধান সড়কের ভাঙ্গনটি আজ বৃহৎ আকার ধারন করেছে।
জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিন বহু ছোটবড় যানবাহন চলাচল করে। প্রায় দশটি গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগ করার একমাত্র ভরসা এই সড়কটি।
কিন্তু শনিবার থেকে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা সহ নিত্য যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের এই সড়কে ভাঙ্গনের বিষয়ে কোন নজরদারি নেই।
স্থানীয়রা ভাঙ্গন রোধসহ রাতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গাছের ডাল পাতা দিয়ে এবং লাল পাতাকা দিয়ে রেখেছেন।
বালুর বস্তা দিয়েও ভাঙ্গন রোধ করার চেষ্টা করছেন, কিন্তু প্রশাসন বা বিভাগের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সাংবাদিকদ ডেকে এলাকার ভুক্তভোগী জনগণরা তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।