আব্দুর রহমান, বিনোদিনী বাজার : করিমগঞ্জে সিংহভাগ সংখ্যালঘু ভোট বিজেপির বাক্সে এনে দেবেন, প্রকাশ্যে বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ।
তিনি বলেন, সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে ভোট দেন না, কিন্তু বাস্তবে বিজেপি সরকার সবাইকে সমান্তরালভাবে দেখছে।
তাই তিনি আশা প্রকাশ করেন এবার সংখ্যালঘুরা নিশ্চিতভাবে বিজেপিকে ভোট দেবে।
উচ্ছেদ নিয়ে সিদ্দেক বলেন, সংখ্যালঘুদের জমির পাট্টা নেই বলেই উচ্ছেদ হয়েছে।
তবে বিজেপিকে ভোট দিলে এবার জমির পাট্টার অ্যালটমেন্ট করা হবে।
তাঁর পুরনো দল কংগ্রেসের সমালোচনা করে বলেন, মুসলমানরা ভোট দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি।
বরং আজ কংগ্রেসের জন্যই মুসলমানরা বিজেপিতে আসছেন।
তাই এবার সকল এক হয়ে ভোট দিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
সিদ্দেক বলেন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সমঝে নিয়েছেন।
মইনা বাজারের সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রার্থী কৃপানাথের নির্বাচনি সভায় এভাবেই বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ।
সিদ্দেক করিমগঞ্জ লোকসভার সংখ্যালঘু ভোট তিনভাগে ভাগ হবে এবং এরমধ্যে সিংহভাগ ভোট বিজেপির পক্ষে যাবে দাবী করেন।
বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।
কৃপানাথকে নির্বাচিত করতে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন সিদ্দেক।
শনিবার দক্ষিণ করিমগঞ্জের ছড়ারপারে বিজেপির হয়ে প্রচার চালান তিনি।
সোমবার রাতে মইনা বাজারের পাশেই হয় তাঁর এই নির্বাচনি সভা।
এদিন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান ইকবাল হোসেনও বিজেপির উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।
করিমগঞ্জে বিজেপির জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন ইকবাল, বলেন কংগ্রেসের অস্তিত্ব নেই বর্তমানে।
কৃপানাথ বিজয়ী হলে পাথারকান্দী থেকে ডিমাপুর পযর্ন্ত নতুন ট্রেন দেওয়া হবে।
বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাছিত বলেন, উচ্ছেদ থেকে রক্ষা পেতে বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা রতি রঞ্জন দাস, ইকবাল বাহার ও সংসদ কৃপানাথ মালাহ প্রমুখ।